December 11, 2024

TV Bangla New Agency

Just another WordPress site

পরীমনির জীবনে নতুন প্রেম

প্রেম যে কখন হবে, কার সঙ্গে হবে, তা বোঝা দায়! এমনকী, কতবার হবে, তাও আগে থেরে আঁচ করা যায় না। হ্যাঁ, পরীমণির জীবন ও প্রেম ঠিক এমনই। ঝোড়ো হাওয়ার মতো হঠাৎ করেই এসে হাজির। আর প্রেম আসা মানেই, গাড়ির জানালা এবং হাতের উপর হাত! ভাবছেন এ আবার কেমন কাণ্ড?

ব্যাপারটা একটু খোলসা করে বলা যাক। বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী পরীমণির জীবনে ফের এসেছে নতুন। বরাবরই খুল্লমখুল্লা স্বভাবের পরীমণি, এই নতুন প্রেমে নিয়ে কোনও লুকোচুরি খেলেননি। বরং সোশাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করে পরীমণি স্পষ্ট জানালেন, তিনি ফের প্রেমে রয়েছেন। ভিডিওতে দেখা গিয়েছে, গাড়ি জানালায় হাতের উপর হাত… আর ব্য়াকগ্রাউন্ডে প্রেমের গান। তবে তাঁর জীবনের নতুন মানুষটি ঠিক কে, তা কিন্তু খোলসা করেননি পরীমণি।