নিজস্ব সংবাদদাতা পূর্ব মেদিনীপুর:- গত কয়েক দিন আগে মহামারি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন রাজ্যের পরিবহনমন্ত্রী তথা পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রাম বিধানসভার বিধায়ক শুভেন্দু অধিকারী ও মা গায়ত্রী দেবী, জানা গিয়েছে ইতিমধ্যেই হোম আইসোলেশন এর রয়েছে পরিবহনমন্ত্রী শুভেন্দু অধিকারী, মা গায়ত্রী দেবী কলকাতার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন, বর্তমানে তাদের শারীরিক অবস্থা স্থিতিশীল, আর এই খবর ছড়িয়ে পড়তেই সারা রাজ্যে দাদার অনুগামী অর্থাৎ পরিবহনমন্ত্রী শুভেন্দু অধিকারীর অনুগামীরা পূজা আর্চনা সহ হোম যজ্ঞের মধ্য দিয়ে দ্রুত সুস্থতার লক্ষ্যে আরোগ্য কামনা করছে অনুগামীরা, পূর্ব মেদিনীপুর কোলাঘাট ব্লকের খন্যাডিহি মহাপ্রভুর মন্দিরে পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারী ও মা গায়ত্রী দেবীর সুস্থতার লক্ষ্যে পুঁজো আর্চনা করল দাদার অনুগামী শুভেন্দু অধিকারীর অনুগামীরা।