December 11, 2024

TV Bangla New Agency

Just another WordPress site

পরপর ব্লকবাস্টার সিনেমা, এখনো একাই সুপারহিট শাহরুখ খান

পর পর দুটো ব্লকবাস্টার সিনেমা। বক্সঅফিসের মার্কশিটে আরেকটা সুপারহিট। পাঁচ বছর বাদে প্রত্যাবর্তন করেও দাপুটে শাহরুখ খান বুঝিয়ে দিয়েছিলেন যে তিনিই বলিউডের প্রকৃত বাদশা। সিনেদুনিয়ার পাশাপাশি আইপিএলের মরশুমেও টিম কেকেআরের সঙ্গে দৌঁড়ে বেড়াচ্ছেন মালিক শাহরুখ।

তেইশে একা হাতে বলিউডের রাশ ধরে হাল ফিরিয়েছিলেন। পর্দায় পঞ্চাশোর্ধ্ব ‘যুবকে’র ম্যাজিকে বক্সঅফিসের ক্যাশবাক্সও উপচে পড়েছিল। গতবছর ২৫০০ কোটির ব্যবসা উপহার দিয়েছেন শাহরুখ। কিং খানের কথায়, “আমি ভাবলাম যে, এবার আমি একটু বিশ্রাম নিতে পারি। তিনটে সিনেমা করে ফেলেছি গতবছর। অনেকটা শারীরিক ধকলও গিয়েছে। তাই একটু বিরতি নিতে চাইছি। আমি টিমকে আগেই জানিয়ে দিয়েছিলাম যে, আমি দলের প্রতিটা ম্যাচে উপস্থিত থাকব। ভাগ্য ভালো, আমার শুটিং আবার জুলাই-আগস্ট থেকে রয়েছে। তাই আমি প্রতিটা ম্যাচে টিমের সঙ্গে থাকতে পারব।”