April 25, 2024

TV Bangla New Agency

Just another WordPress site

পন্ডিত দীনদয়াল উপাধ্যায়জীর জন্ম তিথি উপলক্ষে বামনগোলা ভারতীয় জনতা পার্টির বামনগোলা মন্ডল ২এর দলীয় কার্যালয় উদ্বোধন

মালদাঃ-  বামনগোলায় প্রায় দীর্ঘ দিন প্রতিকখা পর অবশেষে  বামন গোলার ভারতীয় জনতা পার্টির বামনগোলা মন্ডল ২ এর দলীয় কার্যালয় উদ্বোধন হয়ে গেল এদিন। পন্ডিত দীনদয়াল উপাধ্যায়জীর জন্ম তিথি উপলক্ষে আজ বামনগোলা ব্লকের পাকুয়াহাট  কার্যালয় উদ্বোধন হয়। এদিন দুপুর 12 টায় পন্ডিত দিনদয়াল উপাধ্যায়ের ছবিতে পুষ্প নিবেদন করে শ্রদ্ধা জানিয়ে প্রদীপ প্রজ্জ্বলন মধ্য দিয়ে এ অনুষ্ঠান শুরু হয়। বিজেপির বিশিষ্ট  ও প্রাক্তন ব্যক্তিবর্গ কে ফুলের তোড়া সংবর্ধনা জানিয়ে অনুষ্ঠানের সূচনা করা হয়। শেষে নারকেল ফাটিয়ে ফিতা কেটে পাকুয়াহাট দলীয় কার্যালয় উদ্বোধন করেন বিজেপির মালদা জেলা সভাপতি গোবিন্দ চন্দ্র মন্ডল,। এই দলীয় কার্যালয় হওয়াতে খুশি সকালে। এদিন এই দলীয় কার্যালয় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-দীপেন্দ্রনাথ প্রামানিক রাজ্য সহ-সভাপতি, মালদা জেলা সভাপতি গোবিন্দ চন্দ্র মন্ডল, জেলা সহ-সভাপতি বিশ্বনাথ মালো, হবিবপুর বিধানসভার বিধায়ক জুয়েল মুর্মু, মালদা জেলা সাধারণ সম্পাদক প্রতাপ চন্দ্র শিং, বিধানসভার সংযোজক জ্ঞানেন্দ্রনাথ চড়ে, জেড পি ২ মন্ডল এর সভাপতি অমিত ঘোষ, জেড পি ১মণ্ডল এর হিমাংশু মন্ডল সহ বিভিন্ন বিজেপি কর্মীরা।