December 11, 2024

TV Bangla New Agency

Just another WordPress site

পথচলতি মানুষজনদের হাতে রাখী পরিয়ে পালন করা হয় রাখি বন্ধন উৎসব

নিজস্ব সংবাদদাতা পূর্ব মেদিনীপুর:– পথচলতি মানুষজনদের হাতে রাখী পড়ালেন ভারতীয় মজদুর সংঘের হলদিয়া শাখা। হলদিয়া সুতাহাটা থানা এলাকায় তার জন্য করে রাখি বন্ধন উৎসব কবে পালিত হলো। এই রাখি বন্ধনে শামিল হলেন ছোট বাচ্চা থেকে বড় সকলেই। উপস্থিত ছিলেন হলদিয়া মজদুর সংঘের সভাপতি প্রদীপ বিজলী ও এলাকার নেতৃত্ব মিঠুন মাইতি ও প্রমুখ। হলদিয়ার বিভিন্ন জায়গায়
সৌভ্রাতৃত্বের রাখী বন্ধন উৎসব কে সামনে রেখে সোমবার সকালে বিভিন্ন মোড়ে সহ শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তার মোড়ে পথচলতি মানুষ জনদের হাতে রাখী পড়ালেন সংস্থার কর্মীরা। মানুষের সাথে মানুষের সম্প্রীতি রক্ষার তাগিদে তাদের এই মানবিক উদ্যোগে খুশি সকল পথচলতি মানুষজন সহ অপামোর বাসি। পথচলতি মানুষের হাতে শুধু রাখি নয় তার সঙ্গে স্যানিটাইজার এবং মাত্র মিষ্টিমুখ করাতে বাকি থাকলো না। সংস্থার প্রধান প্রদীপ বিজলী বলেন, প্রতি বছরই বড় করে অনুষ্ঠান হয় এবছর কোন ভাইরাসের জন্য রাস্তায় দাঁড়িয়ে দোকানদার বৃন্দ এবং পথচলতি মানুষের হাতে আমরা রাঁচি তুলে দিচ্ছি। সম্প্রীতির বন্ধন বজায় রাখতে এবং করোনা ভাইরাস কে রোধ করতেই এই রাখি বন্ধন।