June 4, 2023

TV Bangla New Agency

Just another WordPress site

পঞ্চম ইউনিট চালু সহ একাধিক দাবি নিয়ে বিক্ষোভ ডিটিপিএস কারখানার কর্মীদের

সনাতন গরাই, পশ্চিম বর্ধমান: থালা বাজিয়ে এবং ভিক্ষা চেয়ে অভিনব বিক্ষোভ মিছিল তৃণমূল শ্রমিক সংগঠনের নেতৃত্বে ডিটিপিএস কারখানার কর্মীদের। সোমবার দুর্গাপুরের গান্ধী মোড় থেকে মহকুমা শাসক দপ্তর পর্যন্ত বিক্ষোভ মিছিলটি হয়। বিক্ষোভ মিছিলের নেতৃত্ব দেন তৃণমূল শ্রমিক সংগঠন আইএনটিটিইউসির জেলা সভাপতি বিশ্বনাথ পারিয়াল। ডিটিপিএস কারখানার চতুর্থ ইউনিটে উৎপাদন চালু করতে হবে এবং অবিলম্বে পঞ্চম ইউনিট চালু করতে হবে। এই দাবিতে তুমুল বিক্ষোভ দেখায় শ্রমিকরা। আইএনটিটিইউসি জেলা সভাপতি বিশ্বনাথ পারিয়াল জানান কেন্দ্র সরকার একের পর এক কারখানা বন্ধ করে দিচ্ছে ক্ষতিগ্রস্থ হচ্ছে বহু পরিবার। বিটিপিএস কারখানায় উৎপাদন চালু এবং নতুন করে পঞ্চম ইউনিট চালু করা না হলে কলকাতার ডিভিসি সদর দপ্তরের সামনে আমরণ অনশনে বসে যাবেন।