নয়া কৃষি বিল প্রত্যাহারের দাবীতে বাম কৃষক সংগঠনের বিক্ষোভ ও পথ অবরোধ দক্ষিন দিনাজপুরের পতিরামে। এদিন বালুরঘাট ব্লকের পতিরামের তাল তলা মোড়ে সাত শতাধিক কৃষকের উপস্থিতিতে সকাল দশটা নাগাদ এক ঘন্টার বিক্ষোভ ও পথ অবরোধ করা হয়। বিক্ষোভে সারা ভারত কৃষক সভা, সংযুক্ত কিষান সভা সহ অন্যান্য বামপন্থী কৃষক সংগঠন গুলি যৌথ ভাবে আন্দোলনে অংশ গ্রহন করে। পতিরামে উপস্থিত ছিল সি পি আই( এম) র নেতৃত্ব অমিত সরকার, কল্যাণ দাস, সর্বানি নিয়োগী, পরিমল সরকার, আর এস পি র অসিত বন্ধু ঘোষ, সাহাজান সরদার, ফরোয়ার্ড ব্লকের সুব্রত দাস, সি পি আই এর কুমার সরকার প্রমুখ। এক ঘন্টার পথসভায় বাম বিভিন্ন নেতৃত্ব বক্তব্য রাখেন।