বালুরঘাট ; করোনা অতিমারির মধ্যে অন্যান্য স্বাস্থ্যকর্মীদের মতোই আশা কর্মীরাও ফ্রন্টলাইন করোনা যোদ্ধা হিসেবে লড়াই চালিয়ে যাচ্ছেন। কিন্তু এই করোনা যোদ্ধারা তাদের কাচের সাপেক্ষে সঠিক পারিশ্রমিক পান না বলে তাদের অভিযোগ। তাই ফরমেট প্রথা বাতিল করে সরকারি কর্মী স্বীকৃতি দেওয়া, নূন্যতম 18 হাজার টাকা মাসিক বেতন, করণা অতিমারির মধ্যে ন্যূনতম সুরক্ষার দাবিসহ 11 দফা দাবিতে আজ জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক এর কাছে প্রায় কয়েকশো আশা কর্মী স্মারকলিপি জমা দেন। এই স্মারকলিপি প্রদানের উদ্দেশ্যে তারা বালুরঘাট শহর জুড়ে একটি মিছিল বের করেন। এরপর মিছিল করে এসে তারা জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক এর কাছে ডেপুটেশন জমা দেন। তাদের বক্তব্য যে আগামী দিনে তাদের এই দাবিসমূহ পূরণ না হলে তারা বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবেন।