July 27, 2024

TV Bangla New Agency

Just another WordPress site

নৌকায় অতিরিক্ত যাত্রী নিয়ে বৈঠক প্রশাসনের

নিজস্ব সংবাদদাতা,মালদাঃ- মালদা জেলার বৈষ্ণবনগর থানার কুম্ভিরা পুলিশ ফাঁড়িতে কালিয়াচক -৩ ব্লকের বিডিও গৌতম দত্ত আইসি বৈষ্ণবনগর থানার আইসি ত্রিদীপ প্রামানিক ফাঁড়ির ইনচার্জ জাকির হোসেন এবং অন্যান্য আধিকারিকের উপস্থিতিতে প্রায় শতাধিক নৌকার মাঝি , পার লালপুর ঘাটের ইজারাদার, সংস্লিষ্ট পঞ্চায়েতের প্রধান এবং সদস্যদের নিয়ে মহতি সভা অনুষ্ঠিত হয়। সভায় ব্যস্ততাময় পার লালপুর ঘাটে যাতায়াতকারি যাত্রীবাহী নৌকাগুলি যাতে সরকারী নির্দেশ ও নিয়মাবলী পালন করেন সে বিষয়ে তাদের সচেতন করা হয় ও নির্দেশ মেনে চলার বার্তা দেওয়া হয়।
সকাল ছয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত নৌকা চলাচল করবে । নৌকাতে অতিরিক্ত যাত্রী বা ওভারলোডিং নেওয়া যাবেনা ।নৌকার মধ্যে লাইফ জ্যাকেট , বয়া, দড়ি, প্রয়োজনীয় সরঞ্জাম রাখতে হবে। MVI ডিপার্টমেন্ট থেকে নৌকা চেক করে পুরনো নৌকা সব বাতিল করা হবে বলে জানা গেছে । নতুন মেকানাইজড নৌকা এক মাসের মধ্যে চালু করতে হবে। বর্ষা গঙ্গায় নদীতে জল বাড়ছে। প্রশাসন সতর্ক নজর রাখছেন ঘাটে যাতে গাফিলতির কারণে কোন দুর্ঘটনা না ঘটে । নদীর বুকে যাত্রী সুরক্ষা প্রধান লক্ষ্যে কাজ করছেন ব্লক পুলিশ ও প্রশাসন।