নেশাগ্রস্ত অবস্থায় মালদা মহানন্দাবাইপাস সেতুর উপর থেকে নদীতে লাফ দিয়ে আত্মহত্যা করল এক যুবক।
বুধবার বিকেল পাঁচটা নাগাদ মালদা শহরের ইংলিশ বাজার সংলগ্ন বাইপাস সেতুর উপর থেকে মহানন্দা নদীতে লাফ দিয়ে আত্মহত্যার করার চেষ্টা করে বছর ২০ এক যুবক, জানা যায় তার নাম-রাজু গুপ্তা,বাবার নাম-রঞ্জিত গুপ্ত, বাড়ি-মহেশপুর এর বাগানপাড়া ,জদুপুর২ গ্রাম পঞ্চায়েত। সূত্রের খবর অনুযায়ী নেশা গ্রস্থ অবস্থায় সেই যুবক ব্রিজ এর উপর থেকে বিকাল ৫ নাগাদ ঝাঁপ দেয়,ঘটনার তদন্তে নামে ইংলিশ বাজার থানার পুলিশ। নৌকা দিয়ে অনেক খোঁজাখুঁজি চলে।বডি এখনো পাওয়া যায়নি বলে জানা যায়। ইংরেজবাজার পুলিশের সহযোগিতায় খোঁজার চেষ্টা চলছে। ছবি ভাইরাল হতেই চাঞ্চল্য ছড়ায় শহরজুড়ে।