নিজস্ব সংবাদদাতা পূর্ব মেদিনীপুর:- করোনা হাসপাতালে করোনা রোগীদের নিম্নমানের খাবার দেওয়া ঘিরে বিক্ষোভ রোগীদের। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি ১ ব্লকে কাঁথি সঞ্জীবনী করোনা হাসপাতাল এলাকায়।জানা গিয়েছে, কাঁথি সঞ্জীবনী হাসপাতালে করোনা রোগীদের চিকিৎসা হয়। আর সেখানে থাকা করোনা রোগীদের প্রতিদিনই নিম্নমানের খাবার দেওয়া হয় বলে অভিযোগ, যা করোনা রোগীদের জন্য উপযুক্ত নয়। আর সে কারনেই করোনা রোগীরা পথ অবরোধ করে বিক্ষোভ দেখায় । তবে এই ঘটনার খবর পেয়ে কাঁথি থানার পুলিশ ঘটনাস্থলে এসে বিক্ষোভ কারীদের বুঝিয়ে পথ অবরোধ তোলে ও যান চলাচল স্বাভাবিক করে। আর এই ঘটনার খবর ছড়িয়ে পড়তেই যথেষ্ঠ শোরগোল পড়ে গিয়েছে গোটা এলাকায়।