নিজস্ব সংবাদদাতা পূর্ব মেদিনীপুর:- ভার্চ্যুয়ালের মাধ্যমে বৃহস্পতিবার নবান্ন থেকে পূর্ব মেদিনীপুর জেলার তমলুকের নিমতৌড়িতে পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসনের নতুন ভবনের শুভ উদ্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রশাসন সূত্রে ১০০ কোটি টাকা ব্যয়ে ভবনটি নির্মিত হয়েছে। কলকাতায় নবান্ন থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উদ্বোধন করে তমলুকে নিমতৌড়িতে উপস্থিত ছিলেন নবনিযুক্ত জেলাশাসক বিভু গোয়েল সহ অন্যান্য আধিকারীকরা। জেলার মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা পুরোন হলো। এক ছাতার তলায় জেলা প্রশাসনের সমস্ত দপ্তর চলে আসায় জেলাবাসী উপকৃত হবেন। মূলত বিগত বছর গুলোতে সাধারণ মানুষের নানান সমস্যা কথা মাথায় রেখেই এই উদ্যোগ নেয়া হয়েছে, এতে উপকৃত হবে সাধারণ মানুষ।