নিট এবং জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন স্থগিত রাখার আবেদন জানিয়ে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীকে চিঠি পাঠালেন পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা আব্দুল মান্নান, সুজন চক্রবর্তী। বৃহস্পতিবার এই চিঠি পাঠিয়েছেন তারা। চিঠিতে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীকে ছাত্র-ছাত্রীদের স্বাস্থের কথা মাথায় রেখে অবিলম্বে পরীক্ষা স্থগিত করার আবেদন জানিয়েছেন। একসময় তারা জানিয়েছেন বর্তমান করণা পরিস্থিতিতে দাঁড়িয়ে এটা পরীক্ষা নেওয়ার উপযুক্ত সময় নয়।