দেশজুড়ে করোনা ভাইরাসের জেরে বন্ধ বিনোদন জগতের কাজকর্ম। তার ফলে গৃহবন্দি রয়েছেন তারকারা। কিন্তু দীর্ঘদিন দীর্ঘ গৃহবন্দী থাকায় মাথায় হাত পড়ে গিয়েছে বিনোদন জগতের। তবে বিভিন্ন পেশার মানুষের মতো এবার ওয়ার্ক ফ্রম হোম করতে দেখা গেল বলিউডের প্রথম সারির অভিনেতাদের মধ্যে অমিতাভ বচ্চনকে। বাড়িতে বসেই তিনি কউন বনেগা ক্রোড়পতি সিজন টুয়েলভের প্রোমো শ্যুট করে ফেললেন।
তবে উল্লেখ্য কউন বনেগা ক্রোড়পতি শোয়ের সঙ্গে অমিতাভ বচ্চনের সম্পর্ক বহু পুরানো। বেশ কয়েক বছর আগে বিগ-বি এর কাছে এই শোয়ের প্রস্তাব আসে। তারপরে তিনি সিদ্ধান্ত নেন, তিনি টেলিভিশনে কাজ করবেন। তবে শুরুতে স্ত্রী জয়া বচ্চনের ঘোর আপত্তি থাকা সত্বেও এই শো করতে রাজি হন বিগ-বি। তারপর থেকেই দীর্ঘদিন ধরে চলে আসা এই শো করছেন অমিতাভ বচ্চন। কউন বনেগা ক্রোড়পতি সিজন টুয়েলভের প্রমোটি ভার্চুয়ালি ডিরেক্ট করছেন নীতিশ তিওয়ারি। প্রোমোটি কেমন হবে তার একটি স্টোরিলাইন জানিয়ে অমিতাভকে একটি ভিডিও পাঠান। আর সেই ভিডিও দেখেই অমিতাভ বচ্চন নিজের বাড়িতেই শ্যুট করে ফেলেন প্রোমোটি। প্রোমোতে তিনি সকলকে অংশগ্রহণের জন্য অনুরোধ করেছেন। এবার শুধু এই জনপ্রিয় কুইজ শোয়ের ডিজিটালে মুক্তির অপেক্ষা। তবে কবে মুক্তি পাচ্ছে এই শো তা এখনো নিশ্চিত ভাবে কিছুই জানা যায়নি।