নিউটাউনের আকন্দকেশরীতে চা চক্রে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তৃণমূল, সিপিএম এবং কংগ্রেস থেকে শতাধিক কর্মী বিজেপির রাজ্য সভাপতির হাত থেকে দলীয় পতাকা নিয়ে বিজেপিতে যোগদান করলেন।
আজ সকালে নিউটাউনের টেকনো সিটি থানা এলাকার আকন্দকেশরীর খেলার মাঠে চা চক্রের আয়োজন করা হয়েছিল বিজেপির পক্ষ থেকে। চা চক্রে যোগ দেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। চা চক্রের অনুষ্ঠানে কয়েকশো মানুষের ভিড় লক্ষ করা যায়। রীতি মতো চা চক্রের আড্ডা থেকে এক প্রকার জনসভায় পরিণত হয়। চা চক্রের মঞ্চে তৃণমূল,সিপিএম এবং কংগ্রেস থেকে শতাধিক কর্মী বিজেপিতে যোগদান করলেন। তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। এদিন চা চক্রের মঞ্চ থেকে রাজ্য সরকারের সমালোচনা করেন দিলীপ ঘোষ। বাম সরকার থেকে বর্তমান রাজ্য সরকারে দুর্নীতি চলছে এমনটাই শোনা গেল তাঁর ভাষণে।