নার্স ও আয়া মাসিদের গাফিলতিতে ক্যাথিড্রার লক করে খুলতে ভুলে যাওয়ায় মৃত্যু হয়েছে রোগিণীর। এই অভিযোগে শনিবার দুপুরে বালুরঘাট জেলা হাসপাতালে সুপারের ঘরের সামনে বিক্ষোভ দেখায় রোগীর আত্মীয়রা। বালুরঘাট এক নম্বর ওয়ার্ডের শান্তি কলোনির বাসিন্দা প্রাক্তন তৃণমূল নেত্রীর এই মৃত্যুতে শোকের ছায়া নেমেছে এলাকায়।গতকাল সকালে ইউএসসি করাতে নিয়ে যাওয়ার সময় ক্যাথিড্রার লক করে দেয় সংশ্লিষ্ট নার্স ও আয়া পরে এসছি করে ফিরে এল ক্যাথিড্রারের লকটা আর খোলা হয়নি ।রাতের দিকে রোগীর শারীরিক অবস্থা অবনতি হলে তাকে আইসিইউতে নিয়ে যাওয়া হয় কিন্তু শেষ রক্ষা হয়নি। সংশ্লিষ্ট নার্স ও আয়ার শাস্তির দাবিতে বিক্ষোভ দেখান রোগীর আত্মীয়রা। অভিযোগ দায়ের করা হয়েছে হাসপাতাল সুপারের কাছে। হাসপাতাল সুপার এই ঘটনাতে জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক এর হস্তক্ষেপ দাবি করেছেন। তদন্ত করে দোষীদের শাস্তি দেয়া হবে বলে আশ্বাস দিয়েছেন জেলা হাসপাতালে সুপার।