December 26, 2024

TV Bangla New Agency

Just another WordPress site

নহলা গ্রামের একটি ভেরি নির্মাণ কে কেন্দ্র করে উত্তপ্ত গোটা এলাকা, দুই পক্ষকে সামাল দেয় পুলিশ

নিজস্ব সংবাদদাতা পূর্ব মেদিনীপুর:- গত কয়েক দিন আগে পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট ব্লকের নহলা গ্রামের একটি ভেরি নির্মাণ কে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে গোটা এলাকা, দুই পক্ষকে সামাল দিতে পুলিশ প্রশাসন হিমশিম হয়ে উঠেছে। সে বিষয়ে খতিয়ে দেখতে সরাসরি সেই এলাকায় ভেরি চাষিদের সঙ্গে কথা বলে আমাদের প্রতিনিধি, ভেরি চাষিদের সঙ্গে কথা বলে জানা গেছে। এলাকায় কোন রকমে ধান চাষ হওয়ার উপায়নেই দিনের পর দিন ব্যাংক থেকে লোন নিয়ে চাষ করলেও চাষ বাস থেকে তেমনভাবে অর্থ উঠে আসছে না। তাই এলাকার ৬০ জন চাষী একত্রিত হয়ে অব শেষে মাছ চাষ করার ভেরি তৈরি করার সিদ্ধান্ত নেন বলে জানা গেছে, কয়েক জন ভেরি মালিকের সঙ্গে কথা বলে। এই ভেরি নির্মাণের চারজন হল বিবাদীপক্ষ। তাদের জন্যই হচ্ছে না এই ভেড়ির কাজ কর্ম। চাষী মৃত্যুঞ্জয় বাবু বলেন। কুড়ি বছরের ধরে ওই এলাকায় চাষ করে আসছি, অথচ আসল টাকা উঠতে হিমশিম খেতে হয় আমাদের, তাই বাধ্য হয়ে সমস্ত চাষী একজোট বেঁধে এই সিদ্ধান্ত নিয়েছি। এলাকায় মাছের চাষের ভেরি হলে এলাকার উন্নয়ন ঘটবে। সেই সঙ্গে এলাকার চেহারা পাল্টে যাবে’, তবে এই ঘটনার পর গোটা এলাকা কার্যত থমথমে রয়েছে। কোলাঘাটের বিডিও কোলাঘাটের ওসির সঙ্গে যোগাযোগ করা হলে তারা বলেন। দুই পক্ষকে নিয়ে বসা হবে। কোলাঘাটের বিধায়ক ইব্রাহিম আলী চাষিদের সঙ্গে কথা বলেছেন। কি ভাবে সমস্যার জট কাটানো যায়, তবে এলাকার আরেক চাষী বলেন এলাকার উন্নয়নের জন্য যদি আগামী দিনে ভেরি নির্মাণ করা যায় তাহলে অনেক টাই উপকৃত হবে এলাকার মানুষেরা। তবে আগামী দিনে কি এই জট মিটবে তা নিয়ে সংশয় দেখা গিয়েছে অনেকের মধ্যে।