July 10, 2025

TV Bangla New Agency

Just another WordPress site

নর-কঙ্কাল উদ্ধার শহর দুর্গাপুরে, তদন্তে পুলিশ

সনাতন গরাই, পশ্চিম বর্ধমান:: একের পর এক রহস্য শহর দুর্গাপুরের বিভিন্ন প্রান্তে, হতবাক পুলিশ মহল। ফের শহর দুর্গাপুরে মানুষের মাথার খুলি সহ হাড়গোড় উদ্ধার ঘিরে দানা বাঁধছে রহস্য। কয়েক সপ্তাহ আগে দুর্গাপুরের বন্ধ কারখানার ভেতর উদ্ধার হয়েছিল নর-কঙ্কাল। আবারো সিটিসেন্টারের সেফকো এলাকা থেকে উদ্ধার হল নরকঙ্কাল। বুধবার দুপুরে সেফকো এলাকাবাসীরা কিছু পড়ে থাকতে দেখে ঝোঁপের ভেতর। ভালো করে দেখলে বুজতে পারে মানুষের নর কঙ্কাল। খবর জানাজানি হতেই এলাকাজুড়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। খবর দেওয়া হয় দুর্গাপুর থানার পুলিশকে। পুলিশ মাথার খুলি এবং হাড়গোড় উদ্ধার করে। কি করে এলো ওই এলাকায় নরকঙ্কাল তদন্তে দুর্গাপুর থানার পুলিশ। এই ঘটনার পর রীতিমত আতঙ্কিত হয়ে পড়ে সেফকো বাসীরা। বিধানসভা নির্বাচনের আগের মুহূর্তে শহর থেকে শহরতলীর বিভিন্ন প্রান্তে এই ধরণে ঘটনা বারেবারে ঘটনায় চিন্তিত পুলিশ প্রশাসন। তবে খুব তাড়াতাড়ি দুষ্কৃতীরা পুলিশের জালে পড়বে বলে আশাবাদী আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট।