নভেম্বর শেষের পথে। এখনও জাঁকিয়ে শীতের দেখা তো মেলেনিই, উলটে বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস। আজ অর্থাৎ বুধবার অতি গভীর নিম্নচাপ পরিণত হবে ঘূর্ণিঝড় ফেনজলে। যার প্রভাবে বৃষ্টির আশঙ্কা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং উত্তর ও দক্ষিণ ২৪ পরগনার মত উপকূলের জেলায়। উপকূল ও সংলগ্ন জেলায় তাপমাত্রা কিছুটা বাড়তে পারে। তবে পশ্চিমের দিকে জেলাগুলিতে তাপমাত্রার খুব একটা পরিবর্তনের সম্ভাবনা নেই। এদিকে মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার ক্ষেত্রে সতর্ক করা হয়েছে।
হাওয়া অফিস সূত্রের খবর, বঙ্গোপসাগরের নিম্নচাপ দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে অতি গভীর নিম্নচাপে পরিণত। পণ্ডিচেরি থেকে ৬৪০ কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ পূর্ব দিকে এবং চেন্নাই উপকূল থেকে ৭২০ কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ পূর্ব দিকে তার অবস্থান।
More Stories
রাজ্য জুড়ে বাড়ছে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা
রাজ্যের উত্তর ও দক্ষিণবঙ্গে ফের শীতের আমেজ
স্বাস্থ্যসাথী কার্ডের ব্যবহার নিয়ে নজিরবিহীন পদক্ষেপ রাজ্য সরকারের