নদীতে নৌকা ডুবে তলিয়ে গেল ২জন। সোমবার ঘটনাটি ঘটেছে দ: দিনাজপুর জেলার বংশীহারী ব্লকের শিশু পুকুর এলাকায়। জানা যায় নিখোঁজ দুজনের নাম মুন্ডা সরেন(৫০),আকাশ হাঁসদা(৮) ।জানা যায় এই দিন শিশু পুকুর গ্রামের বাসিন্দারা টাঙ্গন নদী পার হওয়ার সময় দূর্ঘটনাবশত মাঝনদীতে উল্টে যায় ডিঙ্গি নৌকা। ঘটনায় ছয় জন উদ্ধার হলেও তলিয়ে যায় শিশুসহ এক ব্যক্তি। ডিজাস্টার ম্যানেজমেন্টর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছেছে|