নিজস্ব সংবাদদাতা, মালদাঃ মালদহে ফের নতুন করে ১০ জনের শরীরে করোনা ভাইরাসের সংক্রমণ মিলেছে। মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে সুত্রে খবর সোয়াব টেস্টের রিপোর্টে ১০ জনের পজিটিভ পাওয়া গিয়েছে বলে জানা যায়। তারা মালদহের বিভিন্ন ব্লকের বাসিন্দা। জেলা স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গিয়েছে, মালদার ১০ জনের মধ্যে নতুন করে করোনা সংক্রমণ ধরা পড়েছে। আক্রান্তদের মধ্যে রয়েছে মানিকচকের ৩ জন, ইংরেজ বাজারে ৩ জন, রতুয়া-১ ব্লকের ১ জন, কালিয়াচক ১ ব্লকের ১ জন,গাজোলের ১ জন চাঁচোলে ১ ব্লক ১ জন, রয়েছেন। এখন পর্যন্ত মালদা জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১৩৮। এর মধ্যে ২২ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।