September 22, 2023

TV Bangla New Agency

Just another WordPress site

ধোনির খেলা নিয়ে শাস্ত্রীর দাবিতে বাড়ল জল্পনা

ওয়ানডে থেকে ধোনির অবসর নেওয়ার কথা একাধিকবার উঠলেও এবার শাস্ত্রীর দাবিতে বাড়ল জল্পনা। ইংল্যান্ডে
বিশ্বকাপের পর দেশের জার্সিতে আর মাঠে নামতে দেখা যায় নি মাহিকে। যদিও টেস্ট ক্রিকেটকে বিদায় জানিয়েছেন বহু
দিন থেকেই। কিন্তু ওয়ান ডে আর টি-টোয়েন্টিতে খেলবেন কি না, কেউ জানে না। জানে না খেললেও কবে খেলবেন।
তবে সেই মহেন্দ্র সিং ধোনির ভবিষ্যৎ নিয়ে এবার মুখ খুললেন ভারতীয় কোচ রবি শাস্ত্রী। বৃহস্পতিবার এক টিভি
চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘‘লোকের বোঝা উচিত ধোনি ক্রিকেটের সব ফর্ম্যাট দীর্ঘদিন ধরে খেলে
গিয়েছে। কিন্তু এখন ওর যা বয়স, তাতে শুধু হয়তো একটা ফর্ম্যাটই খেলতে চাইবে। টি-টোয়েন্টি। আর সে জন্য ধোনিকে
আবার খেলা শুরু করতে হবে। কারণ আইপিএল আছে সামনে। ওর শরীর কী অবস্থায়, তখন সেটাও পরিষ্কার হয়ে
যাবে।’’ শাস্ত্রী প্রকারান্তরে সঙ্গে বুঝিয়ে দিয়েছেন যে, আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে উইকেটকিপার-ব্যাটসম্যান হিসেবে
টিমে ঢোকার ব্যাপারে ধোনি এখনও বর্তমান কিপার-ব্যাটসম্যান প্রতিদ্বন্দ্বী।