একরত্তি ছেলে ধীরকে নিয়ে প্রথমবার জামাইষষ্ঠী উৎসবে মেতেছেন ঋদ্ধিমা ঘোষ এবং গৌরব চক্রবর্তী। এবার নতুন একজনের সংযোজন সেই কষ্টটিকে খানিক লাঘব করেছে বটে। এখন শাশুড়ি মায়ের ভূমিকা পালন করেছেন ঋদ্ধিমার বাবা। এবারও তার অন্যথা হয়নি। পাখার হাওয়া করে জামাই-আদর শুরু করেন শ্বশুরমশাই। পঞ্চব্যাঞ্জনে সাজানো হয়েছে রুপোর থালা। ছোট্ট ধীরের উৎসাহ ছিল দেখার মতো। যা ছবিতে স্পষ্ট ধরা পড়েছে। সবুজ পাঞ্জাবীতে সেজেগুজে মামাবাড়িতে এসেছে ছোট্ট ধীর।
ঋদ্ধিমা ছবিগুলি পোস্ট করে লিখেছেন, ‘আজ জামাইষষ্ঠী, যেদিন জামাই পায় রাজার মতো আদর। পরিবারের সঙ্গে একজোট হয়ে আনন্দ করার দিন। এক ঘর ভালবাসা, হাসি। মা, তোমায় মিস করছি।’ ফলমূল ছাড়াও মূল মেনুতে ছিল ভাত এবং পোলাওয়ের সঙ্গে রকমারি পদ। চিংড়ির কাটলেট, ফিশ ফ্রাই, মটনের ঝোল, পাবদা মাছের ঝোল, চিংড়ির মালাইকারি, শুক্তো, নানাবিধ ভাজা, চাটনি, মিষ্টি।
More Stories
সারা বাংলা ঘুরে ‘রাজার রাজা’ হয়েই কামব্যাক করলেন দেব
মেয়ের জন্মের হাসপাতালের বিল নিয়ে ফের চর্চার শিরোনামে কাঞ্চন
কোয়েলের কোল জুড়ে এল ফুটফুটে কন্যা সন্তান