June 4, 2023

TV Bangla New Agency

Just another WordPress site

দ: দিনাজপুরে পাচারের পূর্বেই ৭টি উট উদ্ধার করল পুলিশ

দক্ষিণ দিনাজপুর, গোপন সূত্র মারফৎ খবর পেয়ে দক্ষিণ দিনাজপুর জেলার কুসুমন্ডি ব্লকের বেলপুকুর থেকে সাতটি উটকে উদ্ধার করল কুশমন্ডি থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা যায় গতকাল গভীর রাতে পাচারকারীরা উট গুলিকে কুসুমন্ডি ব্লকের একটি ফরেস্টে এনে জড়ো করে। যদিও পাচারের পূর্বেই পুলিশ ও স্বেচ্ছাসেবী সংস্থার সদস্যরা উট গুলিকে উদ্ধার করে।
কুসুমন্ডি স্থানীয় বাসিন্দা সুত্রে জানাযায়,বাংলাদেশ সীমান্ত সংলগ্ন এলাকা হওয়ায় বিগত দিনেও বারবার কুশমন্ডি তে উদ্ধার করেছে পুলিশ। যদিও সংরক্ষণের অভাবে বহু উট বিগত দিনে থানাতেই মারা গেছে।আমরা চাই প্রশাসন উটগুলোকে সঠিক রক্ষণাবেক্ষণ করুক যাতে নতুন করে আর কোন উটের মৃত্যু না হয়।”
উট উদ্ধারে প্রসঙ্গে মহকুমা পুলিশ আধিকারিক দীপ কুমার দাস জানান,”গতকাল গভীর রাতে স্থানীয় স্বেচ্ছাসেবী সংস্থা ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে গোপন সূত্র মারফত খবরের ভিত্তিতে ৭টি উট উদ্ধার করে,আমরা সমস্ত রিপোর্টে পাঠিয়েছি আদালতের নির্দেশ অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। পাশাপাশি কে বা কারা অত্যাচার এর সাথে ও তদন্ত করা হচ্ছে”