নিজস্ব প্রতিনিধিঃ করোনা ভাইরাসের আতঙ্ক মানুষকে গৃহবন্দী জীবনে ধীরে ধীরে অভ্যস্ত করে তুললেও, দৈনিক রোজগারের উপর ভিত্তি করে সংসার চালানো মানুষদের জীবন দূর্বিষহ হয়ে উঠেছে। তাদের পাশে দাঁড়াতে শালবনী সদর উত্তর চক্র তৃনমুল প্রাথমিক শিক্ষক সমিতির শিক্ষক শিক্ষিকাদের ও এলাকার গুটিকয় উৎসাহী মানুষের সহযোগিতায় সোমবার ছাত্র যুব শিক্ষক ক্রীড়া ও সাংস্কৃতিক সম্বন্বয় মঞ্চ শালবনীর পুরাতন বিডিও অফিস সংলগ্ন কার্যালয় থেকে শালবনী ব্লকের ৩ নং শালবনী ও ৪ নং বাঁকিবাঁধ অঞ্চলের ১৫০ জনেরও বেশী মানুষের হাতে খাদ্যসামগ্রী হিসাবে মুসুর ডাল, সোয়ারিন, আলু, সরিষার তৈল ও বিস্কুট তুলে দেওয়া হয় বলে সংস্থার তরফে তন্ময় সিংহ জানান। এদিনের এই বিতরণ কর্মসূচিতে শালবনী পঞ্চায়েত সমিতির সভাপতি মিনু কোয়াড়ী, যুব তৃনমুল কংগ্রেসের কার্যকরী সভাপতি শেখ মামুদ আলম, ৪ নং বাঁকিবাঁধ অঞ্চলের প্রধান কৌশিক দোলই সহ সংস্থার তরফে কুনাল কান্তি শীট, ঠাকুরদাস মাহাত, হীরু মাহাত ও সদর উত্তর চক্র তৃনমুল প্রাথমিক শিক্ষক সমিতির তরফে অরুন মাহাত, লক্ষী সামন্ত উপস্থিত ছিলেন। এদিনের কর্মসূচির পরে সংস্থার তরফে তন্ময় সিংহ বলেন,” আরও অনেক মানুষকে সাহায্য করা প্রয়োজন, তাই তিনি এলাকার ইচ্ছুক মানুষদের এগিয়ে আসার আহ্বান জানান” সঙ্গে ধন্যবাদ জানান এই কর্মসূচি র ডোনার আফতাব হোসেন, সুব্রত দাস, লালমোহন মাহাত, প্রিয়াঙ্কা সাহা, সুব্রত পাহাড়ী সহ প্রমুখকে।