September 8, 2024

TV Bangla New Agency

Just another WordPress site

দ্বিতীয়বার সাধ ভক্ষণের অনুষ্ঠানে বসলেন শুভশ্রী

দ্বিতীয়বার মা হতে চলেছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায় | দ্বিতীয়বার সাধ ভক্ষণের অনুষ্ঠানে বসলেন তিনি | তবে এবারের সাধ ভক্ষণ অনুষ্ঠানের শুভশ্রী গঙ্গোপাধ্যায় কে দেখা গেল অন্য লুকে | সাধারণত শাড়ি এবং গয়না পড়ে বাঙালি মেয়েরা বসে সাধ ভক্ষণের অনুষ্ঠানে | তবে শুভশ্রী এবারে ধরা দিয়েছে সম্পূর্ণ অন্যভাবে |

তার পরনে রয়েছে একটি ফ্লোরাল কুর্তি | সাথে হালকা গয়না | এদিন পরিবারের সবার সাথে তোলা ছবি সোশ্যাল মিডিয়ার পোস্ট করেন শুভশ্রী | শুধু সাধভক্ষণেই নয়, মেটারনিটি ফ্যাশনেও ঝড় তুলেছেন শুভশ্রী । সম্প্রতি আবার প্রলয়ের সাকসেস পার্টিতে শুভশ্রীর স্টাইল স্টেটমেন্ট ছিল নজরকাড়া ।