September 27, 2023

TV Bangla New Agency

Just another WordPress site

দোকান ভাঙার নোটিসের খবর শুনেই সেরিব্রাল স্ট্রোকে আক্রান্ত হয়ে এক ব্যবসায়ীর মৃত্যু

হুগলির তারকেশ্বরে দোকান ভাঙার নোটিসের খবর শুনেই সেরিব্রাল স্ট্রোকে আক্রান্ত হয়ে এক ব্যবসায়ীর মৃত্যুর
ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়। সূত্রের খবর, তারকেশ্বরের চাঁপাডাঙায় বাঁধের উপর প্রায় ৮০০ দোকান রয়েছে। জানা
গিয়েছে, সম্প্রতি পি ডব্লিউ ডি’র পক্ষ থেকে রাস্তা সম্প্রসারণের জন্য ৩০০ দোকান ভাঙার নোটিস দেওয়া হয়। তার
মধ্যেই ছিল হরেকৃষ্ণ চক্রবর্তীর দোকানও। নোটিস পাওয়ার পরই স্থানীয় ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে গত ১৯ জানুয়ারি
জরুরি বৈঠক ডাকা হয়। মৃতের ছেলে মৃণাল চক্রবর্তী জানান, “মিটিং চলাকালীন দোকান ভাঙা পড়বে এই কথা শোনার
পরই অসুস্থ হয়ে পড়েন বাবা। পাশের এক দোকানদারকে তিনি নিজের দোকানে পৌঁছে দিতে বলেন। এরপর দোকানে
পৌঁছেই জ্ঞান হারান তিনি। সঙ্গে সঙ্গে তাকে প্রথমে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে আরামবাগ
সুপার স্পেশ্যালিটি হাসপাতাল এরপর কলকাতার বিভিন্ন হাসপাতাল ঘুরে ফের আরামবাগের একটি বেসরকারি
হাসপাতালে ভরতি করা হয় হরেকৃষ্ণবাবুকে। সেখানেই মৃত্যু হয় তাঁর।