July 27, 2024

TV Bangla New Agency

Just another WordPress site

দোকানের বৈদ্যুতিক তারে বিদ্যুৎ পিষ্ট হয়ে একটি ষাঁড় এর মৃত্যু হয় বলে অভিযোগ

মালদাঃ-দোকানের বৈদ্যুতিক তারে বিদ্যুৎ পিষ্ট হয়ে মারা গেল একটি ষাঁড় অভিযোগ এনিমেল কেয়ার মালদা শাখার। ঘটনাটি ঘটেছে ঝলঝলিয়ার মহানন্দা পল্লী এলাকায়। গত শুক্রবার গভীর রাতে বৃষ্টির জন্য একটি ষাঁড় পাল ইঞ্জিনিয়ারিং বলে একটি দোকানের ছাউনির তলে আশ্রয় নেয়। সেখানে ঘটে এই দুর্ঘটনা। অভিযোগ দোকানের বাইরে খোলা অবস্থায় থাকা বৈদ্যুতিক তারে পিষ্ট হয়ে মৃত্যু হয় ষাঁড়টির। রাতেই ঘটনাস্থলে ছুটে আসে এনিমেল কেয়ার মালদা শাখার সদস্যরা। পুরো ঘটনাটি তারা ক্যামেরাবন্দি করে। তাদের অভিযোগ দোকানের বাইরে খোলা অবস্থায় বৈদ্যুতিক তার থাকার জন্যই বিদ্যুৎ পিষ্ট হয়ে মারা গেছে ষাঁড়টি। ষাঁড় ষাঁড় মারামারি করলে দোকানের বাইরে রাখা জিনিশপত্র লন্ডভন্ড হয়ে যেত। এবং মৃত ষাঁড়টির গায়ে কোন আঘাতের চিহ্ন নেই। ফলে বোঝা যাচ্ছে বিদ্যুৎ পিষ্ট হয়ে মারা গেছে ষাঁড়টি। এই ঘটনা খুবই বেদনাদায়ক।
অভিযুক্ত দোকানের মালিক উজ্জল পাল জানিয়েছে, বৈদ্যুতিক তারে নয়, দুটি সার মারপিট করতে গিয়েই মৃত্যু হয়েছে একটি ষাঁড় এর।
এই ঘটনায় 22 নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর নরেন্দ্রনাথ তিওয়ারি জানান, ঘটনাটি আমি শুনেছি। দোকানের মালিক কে ফোন করেছিলাম তিনি বলেছেন ষাঁড় ষাঁড় লড়াই করছিল তাতেই মৃত্যু হয়েছে একটি ষাঁড় এর।কিন্তু আমি এলাকাবাসীর সাথে কথা বলে জেনেছি বিদ্যুৎ পিষ্ট হয়ে মারা গেছে ষাঁড়টি। এই ঘটনা কোন মানুষের সাথে ঘটতে পারত। ফলে আমি এই বিষয়টি প্রশাসনকে জানাবো। কেন তার দোকানের বাইরে খোলা অবস্থায় বৈদ্যুতিক তার ছিল। প্রশাসনকে বলব যাতে এই ঘটনার পুনরাবৃত্তি না ঘটে সেই বিষয়টি দেখতে।