June 17, 2025

TV Bangla New Agency

Just another WordPress site

দেশে মোট সংক্রমণ ছাড়িয়ে গেল ৩৬ লাখ

দেশে ২১৪ দিনে মোট সংক্রমণ ছাড়িয়ে গেল ৩৬ লাখ। গত এক সপ্তাহে দেশে পাঁচ লাখেরও বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন।
সোমবার সকালে প্রকাশিত মেডিক্যাল বুলেটিনে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে, দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৭৮,৫১২ জনের শরীরে মিলেছে করোনাভাইরাস। নয়া সংক্রমণে মোট আক্রান্তের সংখ্য়া হয়েছে ৩৬,২১,২৪৫ জন। এখনও চিকিত্‍‌সাধীন রয়েছেন ৭,৮১,৯৭৫ জন। সুস্থ হয়ে উঠেছেন ২৭,৭৪,৮০১ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৬০,৮৬৮ জন। এখনও পর্যন্ত দেশে সুস্থতার হার ৭৬.৬৩%। মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৬৪,৪৬৯। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৯৭১ জনের। মৃতের হার ১.৭৮ শতাংশ। গত ২৪ ঘণ্টায় দেশে ৮,৪৬,২৭৮ জনের কোভিড পরীক্ষা হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্যমন্ত্রক।