কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুসারে, গত ২৪ ঘণ্টায় দেশে ৯৫ হাজার ৭৩৫ জন নতুন করে কোভিডে আক্রান্ত হয়েছেন। ওই সময়ের মধ্যে আমেরিকা ও ব্রাজিলে নতুন আক্রান্তের সংখ্যা যথাক্রমে ৩২ হাজার ৯২৯ ও ৮৯ হাজার ৭০৬ জন। আমেরিকাতে দৈনিক সংক্রমণে নিয়ন্ত্রণে এলেও, গত তিন ধরে ব্রাজিলে তা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। ৯৫ হাজার বৃদ্ধির জেরে দেশে মোট আক্রান্তের সংখ্যা এখন ৪৪ লক্ষ ৬৫ হাজার ৮৬৩ জন। প্রথম স্থানে থাকা আমেরিকায় মোট আক্রান্ত ৬৩ লক্ষ ৫৯ হাজার ও তৃতীয় স্থানে থাকা ব্রাজিলে মোট আক্রান্ত ৪৩ লক্ষ ৭০ হাজার.