কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুসারে, গত ২৪ ঘণ্টায় দেশে ৮৯ হাজার ৭০৬ জন নতুন করে কোভিডে আক্রান্ত হয়েছেন। ওই সময়ের মধ্যে আমেরিকা ও ব্রাজিলে নতুন আক্রান্তের সংখ্যা যথাক্রমে ২৬ হাজার ৬৪ ও ৭৫ হাজার ৮০৯ জন। প্রায় এক মাস ধরেই দৈনিক সংক্রমণে বিশ্বের অন্য দেশগুলির তুলনায় এগিয়ে থাকছে ভারত। ৯০ হাজার বৃদ্ধির জেরে দেশে মোট আক্রান্তের সংখ্যা এখন ৪৩ লক্ষ ৭০ হাজার ১২৮ জন। প্রথম স্থানে থাকা আমেরিকাতে মোট আক্রান্ত ৬৩ লক্ষ ২৬ হাজার ও তৃতীয় স্থানে থাকা ব্রাজিলে মোট আক্রান্ত ৪১ লক্ষ ৬২ হাজার।