পরিযায়ী শ্রমিক ও দুঃস্থ সাধারন মানুষ থেকে দিনমজুর দুস্থ পরিবারের জন্য বিনামূল্যে মুদী ও সব্জি বাজার চালু করল উত্তর দিনাজপুর জেলা কালিয়াগঞ্জ ডি ওয়াই এফ আই কমিটি। কালিয়াগঞ্জ শহরের সুকান্ত মোড়ে বিনামূল্যে এই ” পরিজন ” এর নাম দিয়ে বিনামূল্যে মুদীদ্রব্য ও সব্জি বহু গরীব দুস্থ খেটে খাওয়া মানুষ পেলেন। কালিয়াগঞ্জ শহরের সিপিএমের যুব সংগঠনের এই মহতী উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বাদিন্দারা। এদিন প্রায় ২৫০ জনের মানুষের হাতে এই ১০ রকমের সব্জি সহ ডিম খাদ্য সামগ্রী তুলে দেয় ডি ওয়াই এফ আই কর্মীরা। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন ডি ওয়াই এফ আই প্রাপ্তন জেলা সম্পাদক ভারতেন্দু চৌধুরী, ডি ওয়াই এফ আই এর জেলা সম্পাদক কার্তিক দাস, কালিয়াগঞ্জ ডি ওয়াই এফ আই সম্পাদক রিন্টু দেবনাথ, সম্পাদিকা ঐশানী বাগচি , সুজয় সাহা,প্রভাত বর্মন, যীশু ভদ্র,পায়েল ঘোষ,সমির আলি,অনুপম দত্ত, বিশাল রায়,অসিত রঞ্জন দাস সহ অন্যান্য নেতৃত্ববৃন্দ।