নিজস্ব সংবাদদাতা পূর্ব মেদিনীপুর:– আবারো দুর্ঘটনার কবলে যাত্রীবাহী বাস,পূর্ব মেদিনীপুর জেলার ভুপতিনগর থানার অন্তর্গত ভগবানপুর-২ নম্বর ব্লকের শক্তিয়া কিষাণমান্ডি এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে নয়ান জুলিতে উল্টে গেল যাত্রীবাহী বাস। জানা গিয়েছে ঘটনায় ওই বাসের যাত্রীরা আংশিক ভাবে আহত হয়। পরে স্থানীয় বাসিন্দা ও ভূপতিনগর থানার পুলিশের তরফ থেকে আহত যাত্রীদের চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। শনিবার সকাল আটটা নাগাদ ইটাবেড়িয়া থেকে ঘাটালের উদ্দেশ্যে রওনা হচ্ছিল একটি যাত্রীবাহী বাস। এমন সময় হঠাৎ শক্তিয়া কিষাণমান্ডি এলাকায় ওই বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে নয়ান জুলিতে পড়ে যায়। ঘটনায় সঙ্গে সঙ্গে স্থানীয় বাসিন্দারা দেখতে পেয়ে বাসের মধ্যে থাকা যাত্রীদের উদ্ধার করে। বাসের মধ্যে থাকা ৪ জন যাত্রীকে চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। ঘটনায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়।