নিজস্ব সংবাদদাতা পূর্ব মেদিনীপুর:- সাত সকালে দুর্ঘটনার কবলে পাঁশকুড়া থানার পুলিশ, গুরুতর আহত দুই কনস্টেবল, ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়া থানার ছ নম্বর জাতীয় সড়কে, জানা গিয়েছে শুক্রবার ভোর সাড়ে পাঁচটা নাগাদ পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ায় ৬ নম্বর জাতীয় সড়কে কর্মরত পুলিশের দাঁড়িয়ে থাকা ভ্যানে পেছন থেকে ধাক্কা মারলো ডাম্পার। জানা গেছে জাতীয় সড়কে কর্মরত ছিলো পাঁশকুড়া থানার বেশ কয়েক জন পুলিশ কর্মী। ভোর সাড়ে পাঁচটা নাগাদ হাওড়া গামী একটি ডাম্পার সজোরে ধাক্কা মারে দাঁড়িয়ে থাকা পুলিশ ভ্যানে। এই ঘটনায় ২ পুলিশ কর্মী গুরুতর জখম হন। এরপর গুরুতর আহত দুই পুলিশ কর্মীকে পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসার জন্য আনা হয়। প্রাথমিক চিকিৎসার পর এক পুলিশ কর্মীকে হাসপাতাল থেকে ছেড়ে দিলেও, অপর এক পুলিশকর্মী আশংকা জনক অবস্থায় চিকিৎসাধীন। ঘাতক ডাম্পারটিকে আটক করেছে পাঁশকুড়া থানার পুলিশ। ঘটনায় যথেষ্ট শোরগোল পড়ে গিয়েছে গোটা এলাকায়।