December 22, 2024

TV Bangla New Agency

Just another WordPress site

দুর্গা উৎসবের প্রাক্কালে খুঁটি পূজা এবং রক্তদান শিবির এর আয়োজন হলদিয়া আজাদ সংঘের উদ্যোগে

নিজস্ব সংবাদদাতা পূর্ব মেদিনীপুর:- আসন্ন শারদ উৎসব অর্থাৎ বাঙালির সব চেয়ে প্রিয় দুর্গোৎসবের প্রাক্কালে খুঁটি পুজো সারলো পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়ার দুর্গা চোখে আজাদ সংঘ। তবে করোনার আবহে সামাজিক দূরত্ব বজায় রেখে খুঁটি পুজো করা হয়। সামাজিক মূল্যবোধের কথা মাথায় রেখে করোনা আবহের মধ্যেই রক্তদান শিবির আয়োজন করল। করোনা ভাইরাসের জেরে দীর্ঘদিন লকডাউনের গেরো কাটিয়ে আনলক ৩ পর্বের শুরুতে হলদিয়ার আজব সংঘ। উদ‍্যোগে রক্তদান শিবিরের আয়োজন করা হয়। সকাল থেকে প্রায় ৩০ জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করে। সকল রক্তদাতাদের হাতে ওই সংস্থার পক্ষ থেকে ছাতা ও মিষ্টির প্যাকেট বিতরণ করা হয়। বর্তমানে জেলা জুড়ে থ্যালাসেমিয়া রোগীদের ও এই লকডাউনে মুমূর্ষু রোগীদের রক্তের জোগান দিতে এই শিবিরের আয়োজন বলে জানায় আজাদ সংঘের সম্পাদক সন্দ্বীপ জানা।