December 11, 2024

TV Bangla New Agency

Just another WordPress site

দুধ ব্যবসায়ীকে বাধা দেওয়ার অভিযোগে বিক্ষোভ শামিল স্থানীয়রা

নিজস্ব সংবাদদাতা পূর্ব মেদিনীপুর:– হলদিয়া রাজ্য জুড়ে চলছে লকডাউন। দোকান ঘাট সব বন্ধ। কিন্তু নিত্য প্রয়োজনীয় জিনিসের দোকান গুলি খোলা থাকবে বলে সরকারি পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে। সেই মতো পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়া টাউনশিপ এ একটি দুধের দোকান খোলা ছিল। উনি বহুদিনের দুধ ব্যবসায়ী। তার যাবতীয় দুধের প্যাকেট রাস্তায় ঢেলে বিক্ষোভ দেখালেন। পথচলতি মানুষ এবং পাশের দোকান দাররা সমস্ত দেখে অবাক। গোটা রাস্তা জুড়ে দুধের প্যাকেট আর দুধ। রাস্তা পুরো সাদা দুধে ভরা। সেই দুধ খাচ্ছে কুকুর এবং গাই গরু। দুধ দোকান দারের অভিযোগ যে,টাউনশিপ থানার এক অফিসার তাকে দুধ ব্যবসা ব্যবসা করতে বাধা দেয়। দোকান বন্ধ করতে বলে। হলদিয়া টাউন শিপ থানার অফিসার এর কাছে অনুরোধ করে যে এত টাকার আমার লোকসান হয়ে যাবে। অফিসার কোন অনুরোধ শুনতে নারাজ বলে অভিযোগ। থানার অফিসার। ফলে দুধ ব্যবসায়ী সমস্ত দুধ রাস্তায় ফেলে বিক্ষোভ দেখায়। পাশের দোকানদার চা দোকানি, পথচলতি মানুষ, সমস্ত লক্ষ্য করে অবাক হয়ে যায়। আমাদেরকে জানান তার অভিযোগ। পাশের আরেক দোকানদার শেখ রেজাউল বলেন যে আমার চোখের সামনে পুলিশ এসে ওই দুধ দোকানীকে বাধা দেয় ফলে নিরুপায় হয়ে রাস্তায় দুধ ঢেলে দেন। রাস্তায় ঢালা সেই দুধ পশুপাখি খেতে লাগে। কিন্তু গাই গরু তার নিজের দুধ নিজে খেতে এই প্রথম দেখে এলাকা বাসী অবাক।