February 26, 2024

TV Bangla New Agency

Just another WordPress site

দুঃস্থ লোকশিল্পীদের হাতে খাদ্য সামগ্রী

উত্তর দিনাজপুর কালিয়াগঞ্জ ডাক বাংলা অবস্তিত অনন্য থিয়েটারের পক্ষে কালিয়াগঞ্জ নজমু নাট নিকেতনে কালিয়াগঞ্জ ব্লকের দুঃস্থ লোকশিল্পীদের হাতে খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয় অনন্য থিয়েটারের পক্ষে মুখোশ নাচের দলের শিল্পী, খন গানের শিল্পী, ভাওয়াইয়া,বাউল সঙ্গীত শিল্পী, মুখোশ তৈরীর শিল্পী। এছাড়াও কালিয়াগঞ্জ শহরের দুঃস্থ শিল্পী এবং দুঃস্থ পরিবারের সদস্যদের হাতে তুলে দেওয়া হয়ব করোনা ভাইরাসের সংক্রমণ থেকে রক্ষা পেতে মানুষ এই সঙ্কটময় অবস্থায় কালিয়াগঞ্জ অনন্য থিয়েটারের উদ্যোগ কে সাধু বাদ যানায় শিল্পী রা। শুধু সাংস্কৃতিক কর্মই নয় এই দল সামাজিক বিপর্যয়ে বারবার সামিল হয়েছে।এলাকার এবং পার্শ্ববর্তী গ্রামের লোকশিল্পীদের হাতে তুলে দিয়েছে ত্রাণ সামগ্রী। শুধু তাই নয় নিজেদের দলের যে সকল নাট্যকর্মীদের রুজিরোজগার সম্পূর্ণ বন্ধ তাদেরও আর্থিক সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে।
এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অনন্য থিয়েটারের সম্পাদক বিভু ভুষন সাহা সদস্য রঞ্জন মোদক, সান্তানু বনিক সহ অনান্য।