অবশেষে দীর্ঘ সাড়ে সাত মাস পর রাজ্যের বুকের চলতে শুরু করবে ট্রেনের চাকা। লকডাউন এর জেরে দীর্ঘ সাত মাস ধরে ব’ন্ধ রয়েছে লোকাল ট্রেন পরিষেবা । কিন্তু এ রাজ্যের অধিকাংশ মানুষের জীবন এবং জীবিকা নির্ভর করে লোকাল ট্রেনের উপরে। কাজেই সেই সমস্ত মানুষগু’লি পড়েছে চরম ভো’গা’ন্তি’তে। এর আগে বিভিন্ন স্টেশনে লোকাল ট্রেন চালু করার দাবি নিয়ে সরব হয়েছেন সাধারণ যাত্রীরা ।এবার সেই সবুজ সঙ্কেত মিলল রাজ্য সরকারের তরফ থেকে । তবে লোকাল ট্রেন চালু করার আগে এতদিন ধরে ব’ন্ধ করে থাকা ট্রেন গু’লি কে ভালো মতন স্যানিটাইজার ব্যবস্থা করছে। এর পাশাপাশি দফায় দফায়। হচ্ছে বৈঠক । টাইমটেবিল নিয়ে বেশ কিছুটা পরিবর্তন এনেছে রাজ্য সরকার। পুরনো টাইমটেবিল ট্রেন গুলি চলবে ঠিকই কিন্তু নতুন বেশ কিছু সংযোজন করা হয়েছে।