December 10, 2024

TV Bangla New Agency

Just another WordPress site

দীঘা বর্ডার সংলগ্ন পেট্রোল পাম্পের কাছ থেকে উদ্ধার এক ব্যক্তির মৃতদেহ, চাঞ্চল্য এলাকায়

নিজস্ব সংবাদদাতা পূর্ব মেদিনীপুর:-
শনিবার ওড়িশা-দীঘা বর্ডার সংলগ্ন একটি পেট্রোল পাম্পের কাছ থেকে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো গোটা এলাকায়, স্থানীয় সূত্রে জানা যায় শনিবার সকাল নাগাদ এক ব্যক্তির মৃতদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা, এরপর স্থানীয় তৎপরতায় খবর দেওয়া হয় দীঘা থানার পুলিশকে, খবর পেয়ে দীঘা থানার পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কাঁথি মহকুমা হাসপাতালে পাঠায়। স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, বছর চল্লিশের এই ব্যক্তিকে মদ্যপ অবস্থায় শুক্রবার রাতে দীঘা বর্ডারের কাছেই ঘুরে বেড়াতে দেখা যায়। তার পরনে কালো রঙের ফুল প্যান্ট ও বেগুনী রঙের ফুলহাতা জামা ছিল। মৃত্যুর কারণ জানতে দিঘা থানার পুলিশ অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্তে শুরু করেছে। তবে ওই মৃত ব্যক্তির নাম ও পরিচয় এখনও পর্যন্ত পাওয়া যায়নি।