চুঁচুড়া মগরা ব্লক এর যুব সভাপতি দেবব্রত বিশ্বাসের নেতৃত্বে দিল্লির গনহত্যার প্রতিবাদে এক বিক্ষোভ মিছিল হয় । মিছিলটি চট্টগ্রামের ছোট খেজুরিয়া মোড় থেকে শুরু করে মগরা স্টেশন পর্যন্ত যায় । বহু তৃণমূল সর্মথকরা অংশগ্রহণ করে এই মিছিলে । শুধু তাই নয় এর সঙ্গে বহু সমর্থক কে বাইকে করেও অংশ নিতে দেখা যায় । এই মিছিলে দিল্লির গনহত্যার প্রতিবাদ নিয়ে স্লোগান তৃণমূল সর্মথকরা এর সাথে এনপিআর , এনআরসি, সিএএ, মানছি না মানবো না এই স্লোগান তোলেন সমর্থকরা । এদিনের এই মিছিলে পা মিলিয়েছেন তৃণমূল যুব সভাপতি দেবব্রত বিশ্বাস।