January 2, 2025

TV Bangla New Agency

Just another WordPress site

দিল্লির গনহত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল হুগলীর মগরায়

চুঁচুড়া মগরা ব্লক এর যুব সভাপতি দেবব্রত বিশ্বাসের নেতৃত্বে দিল্লির গনহত্যার প্রতিবাদে এক বিক্ষোভ মিছিল হয় । মিছিলটি চট্টগ্রামের ছোট খেজুরিয়া মোড় থেকে শুরু করে মগরা স্টেশন পর্যন্ত যায় । বহু তৃণমূল সর্মথকরা অংশগ্রহণ করে এই মিছিলে । শুধু তাই নয় এর সঙ্গে বহু সমর্থক কে বাইকে করেও অংশ নিতে দেখা যায় । এই মিছিলে দিল্লির গনহত্যার প্রতিবাদ নিয়ে স্লোগান তৃণমূল সর্মথকরা এর সাথে এনপিআর , এনআরসি, সিএএ, মানছি না মানবো না এই স্লোগান তোলেন সমর্থকরা । এদিনের এই মিছিলে পা মিলিয়েছেন তৃণমূল যুব সভাপতি দেবব্রত বিশ্বাস।