June 18, 2024

TV Bangla New Agency

Just another WordPress site

দিলীপ ঘোষের উপর হামলার প্রতিবাদে পথ অবরোধ করে কালিয়াগঞ্জ বিজেপি যুব মোর্চার রাজ্য সদস্যরা

রাজার হাট নিউ টাওনে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের উপর হামলার প্রতিবাদে উত্তর দিনাজপুর কালিয়াগঞ্জ বিজেপি যুব মোর্চার রাজ্য সদস্য গৌরাঙ্গ দাস উদ্যোগে পথ অবরোধ তাল তলা বিদুৎ দফতরের সামনে।

এই পথ অবরোধ ক তে র্মসুচি উপস্থিত ছিলেন কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির কর্মদক্ষ সুমন পাল, কালিয়াগঞ্জ বিজেপির যুব মোর্চার সভাপতি অভিজিৎ দে সরকার, মধুসূদন শীল সহ অন্যান্য।
ইসলামপুর বাস টার্মিনাস সংলগ্ন এলাকায় ৩১ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালো বিজেপি। বিনা কারণে রাজ্যজুড়ে বিজেপি নেতা কর্মীদের উপর হামলার ঘটনায় ক্ষুব্ধ বিজেপি নেতৃত্ব রাজ্য সরকারের পুলিশ প্রশাসনকে দলদাস আখ্যা দিয়ে স্লোগানে সরব হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌছায় ইসলামপুর থানার পুলিশ। বেশকিছুখন অবরোধের পর বিজেপি নেতৃত্বরাই অবরোধ তুলে নেন। উত্তর দিনাজপুর জেলা জুড়ে বিভিন্ন জায়গায় বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয় এছাড়া রাজ্যের বিভিন্ন জেলাতেও বিজেপির যুব মোর্চার পক্ষ থেকে পথ অবরোধ ও বিক্ষোভ দেখানো হয় বিজেপির রাজ্য সভাপতি উপর হামলার প্রতিবাদ ও রাজ্য সরকারকে ধিক্কার জানাই।