নিজস্ব সংবাদদাতা পূর্ব মেদিনীপুর:- পূর্ব মেদিনীপুর জেলার সমুদ্র সৈকত দিঘা নন্দকুমার জাতীয় সড়কে মারিশদা বেতালিয়া বাস স্ট্যাণ্ডের কাছে দুর্ঘটনায় আহত হলেন পাঁচজন যাত্রী। মৃত্যু হল এক অটো চালকের। পুলিশ জানিয়েছে মৃত ব্যক্তির নাম উওম করন, বয়স আনুমানিক ৪৩ বছর। মৃত ব্যক্তির বাড়ি মারিশদা থানার বেতালিয়া গ্রামে বলে পুলিশ সূত্রে জানা যায়, নন্দকুমার থানার পুলিশি তৎপরতায় তাদের উদ্ধার করে কাঁথি হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা গেছে মারিশদা বেতালিয়া কাছে দাঁড়িয়ে থাকা লরির পেছনের ধাক্কা মারে যাএীবাহী অটো।মারিশদা থানার পুলিশ অটো সরিয়ে যানজট স্বাভাবিক করেন।অটো ও লরিটি আটক করে থানায় নিয়ে যায়।