May 28, 2023

TV Bangla New Agency

Just another WordPress site

দার্জিলিং যাওয়ার পথে রেলস্টেশনের সাংবাদিকদের মুখোমুখি রাজ্যপাল

মালদা-‌হঠাৎ দার্জিলিং যাওয়ার পথে মালদা রেলস্টেশনে ট্রেন থেকে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যের আরেকটি রাজভবন রয়েছে দার্জিলিংয়ে। সেখানে থেকে রাজ্য পরিচালনা করবেন রাজ্যপাল জগদীপ ধনকড়। সেই উদ্দেশ্যে তিনি দার্জিলিংয়ে রওনা দেন। ট্রেনে শিলিগুড়ি যাওয়ার পথে মালদা স্টেশনে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। তিনি বলেন,‘‌দার্জিলিংয়ে কাজের অনেক সুযোগ রয়েছে। সেখানে চা বাগানের কর্মীদের সঙ্গে কথা বলে তাদের সমস্যার কথা শুনতে হবে। পর্যটকদের সমস্যার কথা শুনতে হবে। গোটা উত্তরবঙ্গ জুড়ে মানুষের সঙ্গে কথা বলা জরুরি। তাই যাওয়া।’‌ জানা গেছে, তিনি ১ মাস ধরে দার্জিলিংয়ের রাজভবনে থাকবেন। সেখান থেকে গোটা উত্তরবঙ্গের বিভিন্ন এলাকার মানুষদের সঙ্গে কথা বলবেন। তিনি জানান,‘‌এবার কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। এ রাজ্যের শিল্পীরা পুজোয় তাঁদের কাজ ঠিকঠাক দেখাতে পারেন নি। মানুষরা পুজো উপভোগ করতে পারেন নি। সামনের বছর ঠিক পারবেন। তখন করোনা থাকবে না।’‌ তিনি আরও বলেন, ‘‌আমাদের দেশ এগোচ্ছে। গোটা বিশ্ব তা দেখছে। আমাদের যা ৭০ বছরেও সম্ভব হয় নি, এবার তা হচ্ছে। কেউ কী ভাবতে পেরেছিল যে ৩৭০ ধার উঠে যাবে। রামমন্দিরের নির্মাণের কাজ শুরু হবে, কেউ ভাবতে পেরেছিল, সুপ্রিম কোর্টের নির্দেশে কাজ শুরু হয়েছে।’‌