দামোদর ভ্যালি কর্পোরেশন বোর্ডের সদস্যপদ থেকে পদত্যাগ করলেন রাজ্যের বিদ্যুৎ দপ্তরের সচিব শান্তনু বসু। সরে গিয়েছেন সেচ দপ্তরের প্রধান ইঞ্জিনিয়ারও। ডিভিসির কমিটি থেকে প্রতিনিধি তুলে নেওয়ার কথা প্রধানমন্ত্রীকে দেওয়া চিঠিতে আগেই জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
রাজ্যের একাধিক জেলায় বন্যায় ভাসছে। এই বন্যা ‘ম্যান মেড’ বলে ডিভিসিকে আগেই তোপ দেগেছেন মুখ্যমন্ত্রী। ডিভিসির ভূমিকায় তিনি ক্ষুব্ধ তা প্রকাশ্যে জানিয়েছিলেন। শনিবারই তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দ্বিতীয় চিঠিতে জানিয়েছিলেন, কেন্দ্রের আচরণের প্রতিবাদে ডিভিসির কমিটি থেকে রাজ্যের প্রতিনিধি প্রত্যাহার করে নিচ্ছেন। তার পরই এদিন রবিবার বোর্ড এবং কমিটি থেকে ইস্তফা দিলেন রাজ্যের দুই শীর্ষ আধিকারিক। ডিভিসি বোর্ড থেকে সরে গিয়েছেন পশ্চিমবঙ্গের বিদ্যুৎ দপ্তরের সচিব শান্তনু বসু। ডিভিসির কমিটি থেকে ইস্তফা দিয়েছেন রাজ্যের প্রতিনিধি তথা সেচ দপ্তরের প্রধান ইঞ্জিনিয়ারও।
More Stories
আর জি কর কাণ্ডের প্রতিবাদে কলম ধরলেন মুখ্যমন্ত্রী
রাজ্যের প্রায় সব জেলাই হাল্কা থেকে মাঝারি বৃষ্টি
রেলযাত্রীদের জন্য বড় সুখবর