September 27, 2023

TV Bangla New Agency

Just another WordPress site

দাদাসাহেব ফালকে পুরস্কার দেওয়া হল অভিনেতা অমিতাভ বচ্চনকে

এবারে জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিতরণী অনুষ্ঠানের দিনই অভিনেতা অমিতাভ বচ্চনকে দাদাসাহেব ফালকে পুরস্কার দেওয়ার কথা ছিল। কিন্তুর শারীরিক অসুস্থতার জন্য তিনি সেই অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি। তার পরিবর্তে ২৯ ডিসেম্বর রবিবার দাদাসাহেব ফালকে গ্রহণ করলেন অভিনেতা অমিতাভ বচ্চন। তাঁর হাতে পুরস্কার তুলে দিলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। এই পুরস্কার পেয়ে অত্যন্ত আনন্দিত বিগ বি। পাশাপাশি তিনি বলেন, এখনও অনেক কাজ করা বাকি তার। সূত্রের খবর, ২৩ ডিসেম্বর জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি উপস্থিত না থাকায় ২৯ ডিসেম্বর, রবিবার ফের বিগ বির জন্যই নাকি এই অনুষ্ঠানের আয়োজন করেছিল ভারত সরকার। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, স্ত্রী জয়া বচ্চন এবং ছেলে অভিষেক বচ্চন। জানা যায়, এই পুরস্কার চালু হয়েছে ১৯৬৯ সাল থেকে। সত্যজিৎ রায়, গুলজার, রাজ কাপুর, বিনোদ খান্নার মতো বেশ কয়েকজন কিংবদন্তীদের এই সম্মান প্রদান করা হয়েছে।