দমকল পরিষেবাকে আধুনিকীকরণের লক্ষ্যে আরও এক ধাপ এগোল রাজ্য দমকল বিভাগ| আমেদাবাদের একটি বেসরকারি সংস্থার কাছ থেকে কেনা হয়েছে 4 টি রোবট| যে রোবট ফায়ার ফাইটার ছাড়াই আগুন নেভাতে সক্ষম| যেসমস্ত জায়গায় আগুন নেভাতে বেগ পেতে হয় দমকলকর্মীদের| সেই সমস্ত জায়গায় অনায়াসেই আগুন নেভাতে পারবে এই রোবট গুলি| প্রায় সাড়ে 4 কোটি টাকা ব্যয়ে আনা হয়েছে রোবট গুলি| রোবট গুলিকে বহন করতে তৈরি করা হয়েছে বিশেষ গাড়ি| প্ৰতি মিনিটে 1800 লিটার জল নিক্ষেপ করতে পারবে অগ্নি নির্বাপন রোবট| 6 চাকা বিশিষ্ট স্টেনলেস স্টিলের ফ্রেমের উপর বসানো এই রোবটে রয়েছে থার্মাল ইমেজিং ক্যামেরা ও অপটিক্যাল পিটিজেড ক্যামেরা| রোবট গুলির নিজস্ব কুলিং সিস্টেম রয়েছে যার মাধ্যমে আগুন লাগা জায়গায় এই রোবট ঢুকলেও মেশিন স্বাভাবিক তাপমাত্রায় থাকবে| 4 থেকে 5 ঘন্টা কার্য ক্ষমতা রয়েছে ব্যাটারি চালিত এই রোবট গুলির| ভারতে প্রথম রাজ্য দমকল দফতরই নিয়ে এল এই ধরণের রোবট|