সকাল ১০.৩০টা নাগাদ নিউটাউনের হোটেল থেকে দক্ষিণেশ্বরের উদ্দেশে রওনা দিলেন অমিত শাহ। বাঙালি বেশে অমিত শাহকে স্বাগত জানাতে প্রস্তুত অগ্নিমিত্রা পল-সহ মহিলা মোর্চার সদস্যরা। সঙ্গে রয়েছেন মুকুল রায়, দিলীপ ঘোষ, কৈলাস বিজয়বর্গীয়, বাবুল সুপ্রিয়, অনুপম হাজরা-সহ আরও অনেকে। দক্ষিণেশ্বরে পুজো দিলেন অমিত শাহ। অমিত শাহ বলেন, “এই ভূমি শ্রীরামকৃষ্ণ, শ্রীচৈতন্যের। বাংলার হারিয়ে যাওয়া গৌরব ফিরিয়ে আনতে হবে। তোষণের রাজনীতিতে ঐতিহ্য ক্ষুণ্ন হচ্ছে। বাংলার এই ভূমি পবিত্রভূমি। বাংলাবাসীকে বলব একজোট হয়ে দায়িত্বপালন করুন। মা কালীর কাছে গোটা দেশ তথা বাংলার মঙ্গল কামনা করেছি। মোদির নেতৃত্বে দেশ সেরার সেরা হবে তাই চাই।”