করোনার ভাইরাস নিয়ে সারা দেশ জুড়ে চলছে লকডাউন। এই পরিস্থিতেতে করোনা মোকাবিলায় চেস্টা চালিয়ে যাচ্ছে প্রশাসন। প্রতিনিয়ত বেড়ে চলেছে দেশে আক্রান্তের সংখ্যা। তার মধ্যে টাকা চেয়েও সেই টাকা না পেয়ে তৃতীয় লিঙ্গের এক ব্যক্তিকে বাঁশ দিয়ে পিটিয়ে মাথা ফেটে দেওয়ার অভিযোগ উঠল প্রতিবেশীর বিরুদ্ধে। বৃহস্পতিবার সকালে ঘটনাটি ঘটে বালুরঘাট শহরের শান্তিময় ঘোষ কলোনি এলাকায়। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পরে গোটা এলাকায়। জানা গিয়েছে, চম্পা সরকার ওই তৃতীয় লিঙ্গের ব্যক্তির মাথায় আঘাত করে এক প্রতিবেশী। এরপর আহত অবস্থায় তাকে সেখান থেকে বালুরঘাট জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। মাথায় ব্যান্ডেজ করার পর ছেড়ে দেওয়া হয় হাসপাতাল থেকে। এদিকে ঘটনায় পুলিশে কাছে অভিযোগ দায়ের করে তৃতীয় লিঙ্গের সদস্যরা। তবে ঘটনার পর থেকে অভিযুক্ত ব্যক্তি পলাতক।