December 26, 2024

TV Bangla New Agency

Just another WordPress site

তৃতীয় সপ্তাহেও রমরমিয়ে ব্যবসা করছে ‘মির্জা

মির্জা’র সুবাদে বহুদিন বাদে বাংলা ‘মশালা’ কমার্শিয়াল ফিল্ম মাথা তুলে দাঁড়াল। দুই সপ্তাহেই ১ কোটির ক্লাবে ঢুকে পড়েছে এই ছবি। তৃতীয় সপ্তাহেও রমরমিয়ে ব্যবসা করছে ‘মির্জা’। এবার অঙ্কুশকে টলিউডের দুই সুপারস্টার দেব-জিতের সঙ্গে বড়পর্দায় দেখতে চাইছেন অনুরাগীরা।

মির্জা’ স্টার বলছেন, “ওঁদের দুজনের সঙ্গে কাজ করা সত্যিই আমার কাছে স্বপ্ন সত্যি হওয়ার মতো। খুব ভালোবাসার দুজন মানুষ। কিন্তু ওঁদেরকে নিয়ে সিনেমা করার বিষয়টা তো পুরে আমার হাতে নেই। তোমাদের সকলের মতো আমারও এটা স্বপ্ন। সেটা সত্যি হলে আমি সবথেকে আগে আনন্দে লাফাব।” জিৎ মদনানির ‘চেঙ্গিজ’-ই কি ‘মির্জা’কে সাহস জুগিয়েছে? এপ্রসঙ্গে অঙ্কুশের মন্তব্য, “অবশ্যই। আমি বরাবর বলে এসেছি, এই বাজারে জিৎদা স্পেশালি যেভাবে বাংলা কমার্শিয়াল ছবি বানাচ্ছে। আমরাও সাহস পাচ্ছি। ভালো করে কোনও ছবি তৈরি করলে অবশ্যই সেটা ব্যবসা করবে। সেই ভাবনা থেকেই এগিয়ে যাওয়া।”