অবশেষে সেই জল্পনাতে সীলমোহর পরল | মঙ্গলবার নজরুল মঞ্চে তৃণমূল রাজ্য কমিটির বৈঠকে যোগ দিলেন জয়প্রকাশ মজুমদার | মমতা বন্দ্যোপাধ্যায় উপস্থিতিতেই তৃণমূলে যোগদান করেন জয়প্রকাশ | তবে এ প্রসঙ্গে রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার ইঙ্গিতে বুঝিয়ে দিলেন আনুষ্ঠানিক যোগদান হলে পুরোপুরি বহিষ্কার করা হবে জয়প্রকাশকে |
তৃণমূলে যোগ দিয়েই বড় প্রাপ্তি | দলের সহ-সভাপতি হলেন জয়প্রকাশ মজুমদার | বেশ কিছুদিন ধরেই বিরোধী মন্তব্য করেছিলেন তিনি | যার জেরে শোকজের মুখে পড়তে হয় জয়প্রকাশ কে |
More Stories
যাত্রীচাপ সামলাতে পরিষেবা বৃদ্ধির সিদ্ধান্ত নিল মেট্রোরেল কর্তৃপক্ষ
দক্ষিণবঙ্গে শীতের ছন্দপতন
30 ডিসেম্বর সন্দেশখালি যাচ্ছেন মুখ্যমন্ত্রী